কুষ্টিয়ার দৌলতপুরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির ১৪ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। মোহনা টিভির দর্শক-ফোরাম দৌলতপুরের আয়োজনে র ্যলি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
শনিবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টিভির কুষ্টিয়া পশ্চিম প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম মামুন রেজা, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনক্লাবের উপজেলা প্রতিনিধি মাহফুজুল আমল, দপ্তর সম্পাদক ও জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি সাইদুল আনাম, নির্বাহী সদস্য সাইদুর রহমান, আল্লাহর দরকার প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, প্রেসক্লাবের সদস্য রনি আহমেদ, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান শিপল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সদস্য আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, এবং আল্লার দরগা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা, সম্রাট আলী সহ দৌলতপুরে কর্মরত প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত সকলে মোহনা টিভির কলা কৌশলী সহ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রিন্ট