মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্বাবধানে শ্রীপুর থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ টার সময় শ্রীপুর থানার ডাকাতি মামলা নং-১৩ (০৫) ২০২৩ এর ডাকাতি সংশ্লিষ্ট আসামী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জামালপুর গ্রামের মফজেল মন্ডলের ছেলে মোলাম মন্ডল (৩০) কে মাগুরার শ্রীপুর থানার গয়েশপুর ইউনিয়নের জোকা কালভার্ট মোড় হতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র তার হেফাজতে সংরক্ষিত রয়েছে মর্মে জানালে বুধবার ৮ অক্টোবর রাত ১২.৩০ টার সময় উক্ত আসামীর দেখানো শ্রীপুর থানাধীন গয়েশপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের গড়াই নদীর তীরের একটি বাঁশ ঝাঁড়ের নীচে মাটির গর্ত হতে একটি সক্রিয় কাটা বন্দুক এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মোলাম মন্ডল ডাকাতি ও অস্ত্র মামলা ছাড়াও হত্যা, অস্ত্র, বিস্ফোরক আইনসহ অন্যান্য ৪ টি ধারায় নিয়মিত মামলার আসামী।
প্রিন্ট