কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় নয় টায় উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যলির আয়োজন করা হয়, র্যলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে খোকসা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রোগ্রামার বুলবুলি খাতূন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস, মিলন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এর একাডেমিক সুপারভাইজার জালাল উদ্দিন, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, সংগঠনের প্রধান ও সাংবাদিকগণ।
সভা শেষে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় দেখানো হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় শেখ রাসেল দিবস উপলক্ষে এখন মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটির উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট