ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুর সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি Logo শিশু তাহমিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোরে সজাগ’র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন Logo লালপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক Logo হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন Logo পাংশায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা Logo বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সদরপুরে ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে জাকের পার্টির নতুন ঠিকানা

ফরিদপুরের সদরপুরের দক্ষিণ আটরশিতে জাকের পার্টি সমর্থকদের জন্য ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে নতুন একটি দরবার শরীফ উদ্বোধন করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। গত ১১ আগস্ট শুক্রবার জুম্মা নামাজের আগে দলীয় পতাকা উড়িয়ে মোনাজাতের মাধ্যমে নতুন দরবার বিশ্ব ওলী মঞ্জিলের উদ্বোধন করেন জাকের পার্টি চেয়ারম্যান। এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন যারা পীরকেবলাজানকে ভালবাসেন, জাকের পার্টিকে যারা ভালবাসেন তারা প্রতি সোমবার বিশ্ব ওলী মঞ্জিলে এসে জলসায় শরীক হবেন , দোয়া-দরূদ পড়বেন ও তবারক গ্রহণ করবেন।

জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সাধারণ জাকের আশেকানদের ভেতরে যাওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। ‘বিশ্ব ওলী মঞ্জিল’ পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের তত্বাবধানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে জাকের পার্টির সমর্থক জাকেররা আসবেন।

নান্নু নামের এক জাকের বলেন, ‘দুই পীরজাদার মধ্যে দ্বন্দে দুই জায়গায় ওরস হয়। কোথায় যাব- বুঝতে পারছি না। আমরা দুজনকেই ভালবাসি। কিন্তু এত কাছে দুইটি দরবার থাকলে ভক্তদের মধ্যে রেষারেষির সৃষ্টি হতে পারে। এ বিষয়টি আমাদের খারাপ লাগছে।

 

জানা যায়, ৫০ এর দশকে এনায়েতপুরের পীর শাহসুফী মোঃ ইউনুস আলীর নির্দেশে বিশ্বওলী খাজাবাবা হাসমত উল্লাহ্ (কুঃছেঃআঃ) বর্তমান ৮ রশিতে জাকের ক্যাম্প স্থাপন করেন। ৮০ এর দশকে তিনি জাকের ক্যাম্পকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত করেন। তারই জীবদ্দশাতে ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয় এবং পার্টির চেয়ারম্যান হন পীরজাদা মোস্তফা আমীর ফয়সল। ২০০১ সালে ৩০ শে এপ্রিল পীর এর ওফাতের পর গদিনশীন হন পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। পরবর্তীতে দুই পীরজাদার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি নিয়ে আস্তে আস্তে দ্বিধাবিভক্তি দেখা দিতে থাকে। ২০১৯ সালে দুই পীরজাদা আলাদা আলাদা ওরস শুরু করলে দ্বন্দের বিষয়টি জনসম্মুখে চলে আসে। প্রায় ৬০ একর জায়গা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর এরিয়া প্রায় ৬ শত একর জায়গা নিয়ে অবস্থিত। তারই একাংশ ৭ একর জমিতে ঘোষণা করা হয়েছে জাকের পার্টি সমর্থিত বিশ্ব ওলী মঞ্জিল।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দৌলতপুর সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি

error: Content is protected !!

সদরপুরে ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে জাকের পার্টির নতুন ঠিকানা

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুরের দক্ষিণ আটরশিতে জাকের পার্টি সমর্থকদের জন্য ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে নতুন একটি দরবার শরীফ উদ্বোধন করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। গত ১১ আগস্ট শুক্রবার জুম্মা নামাজের আগে দলীয় পতাকা উড়িয়ে মোনাজাতের মাধ্যমে নতুন দরবার বিশ্ব ওলী মঞ্জিলের উদ্বোধন করেন জাকের পার্টি চেয়ারম্যান। এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন যারা পীরকেবলাজানকে ভালবাসেন, জাকের পার্টিকে যারা ভালবাসেন তারা প্রতি সোমবার বিশ্ব ওলী মঞ্জিলে এসে জলসায় শরীক হবেন , দোয়া-দরূদ পড়বেন ও তবারক গ্রহণ করবেন।

জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সাধারণ জাকের আশেকানদের ভেতরে যাওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। ‘বিশ্ব ওলী মঞ্জিল’ পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের তত্বাবধানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে জাকের পার্টির সমর্থক জাকেররা আসবেন।

নান্নু নামের এক জাকের বলেন, ‘দুই পীরজাদার মধ্যে দ্বন্দে দুই জায়গায় ওরস হয়। কোথায় যাব- বুঝতে পারছি না। আমরা দুজনকেই ভালবাসি। কিন্তু এত কাছে দুইটি দরবার থাকলে ভক্তদের মধ্যে রেষারেষির সৃষ্টি হতে পারে। এ বিষয়টি আমাদের খারাপ লাগছে।

 

জানা যায়, ৫০ এর দশকে এনায়েতপুরের পীর শাহসুফী মোঃ ইউনুস আলীর নির্দেশে বিশ্বওলী খাজাবাবা হাসমত উল্লাহ্ (কুঃছেঃআঃ) বর্তমান ৮ রশিতে জাকের ক্যাম্প স্থাপন করেন। ৮০ এর দশকে তিনি জাকের ক্যাম্পকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত করেন। তারই জীবদ্দশাতে ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয় এবং পার্টির চেয়ারম্যান হন পীরজাদা মোস্তফা আমীর ফয়সল। ২০০১ সালে ৩০ শে এপ্রিল পীর এর ওফাতের পর গদিনশীন হন পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। পরবর্তীতে দুই পীরজাদার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি নিয়ে আস্তে আস্তে দ্বিধাবিভক্তি দেখা দিতে থাকে। ২০১৯ সালে দুই পীরজাদা আলাদা আলাদা ওরস শুরু করলে দ্বন্দের বিষয়টি জনসম্মুখে চলে আসে। প্রায় ৬০ একর জায়গা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর এরিয়া প্রায় ৬ শত একর জায়গা নিয়ে অবস্থিত। তারই একাংশ ৭ একর জমিতে ঘোষণা করা হয়েছে জাকের পার্টি সমর্থিত বিশ্ব ওলী মঞ্জিল।


প্রিন্ট