এবারের এসএসসি পরীক্ষায় ভোকেশনাল শাখায় সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজ কৃতিত্ব দেখিয়েছে। সাধারন শাখায় ১ জন ও ভোকেশনাল শাখায় ১২ জন জিপিএ-৫ পেয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় অনবদ্য ফলাফল করায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ। ফরিদপুরের নগরকান্দার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামে অবস্থিত এই স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ জুলাই) রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় অধ্যক্ষ উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেন।
অধ্যক্ষ আত্তাপ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় শিক্ষকমন্ডলী, অভিভাবক, পরিচালনা পর্ষদসহ, সকল স্টাফকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি সামনেও এই ফলাফল ধরে রেখে আরো ভালো করার অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, যাত্রালগ্ন থেকেই সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজটি উপজেলায় শিক্ষায় সাড়া জাগিয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধে সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজ এক রোল মডেল বিদ্যাপীঠ। সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
এই প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকালে তিনি বলেন, এই স্কুল এন্ড কলেজটি আমাদের প্রান প্রিয় নেত্রী সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে নামকরন করা হয়েছে। নেত্রী যতদিন জীবিত ছিলেন ততদিন স্কুলের উন্নয়নে অবদান রেখেছেন। তার মৃত্যুর পর তার পুত্র ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী আপ্রান চেস্টায় কলেজের অবকাঠামো সহ সকল ধরনের উন্নয়ন হওয়ায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করছি। শাহদাব আকবর লাবু চৌধুরীর দীর্ঘায়ু কামনা করছি।
প্রিন্ট