ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডলকে কুপিয়ে জখম, গ্রেফতার-১

পাংশার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে গত শনিবার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় আহত সংখ্যালঘু দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডলকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপিতে একেরপর এক গোলোযোগের ঘটনা ঘটছেই। এবারে অচিন্ত কুমার মন্ডল (৩৫) নামের সংখ্যালঘু পরিবারের এক দন্ত চিকিৎসক নিজ বাড়ীর সামনে হামলার শিকার হয়েছেন। ওই ঘটনায় হামলাকারী সোবাহান খান (৪০) কে গ্রেফতার করেছেন কশবামাজাইল ক্যাম্পের পুলিশ।

আহত অচিন্ত কুমার মন্ডলকে ঘটনার রাত গত শনিবার ৩ এপ্রিল দিবাগত রাতেই পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচিন্ত কুমার মন্ডল সুবর্ণকোলা গ্রামের মৃত অনিল কুমার মন্ডলের ছেলে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর সামনে রাস্তার উপর হামলার শিকার হন তিনি। ঘটনার পরপরই কশবামাজাইল পুলিশ ক্যাম্পের টুআইসি রিপন খানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত সোবাহানকে গ্রেফতার করে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডল জানান, তাদের ১৯ শতাংশ জমি জবরদখলের প্রতিবাদ করায় একই গ্রামের আতর খানের ছেলে সোবাহান খান তাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে শুক্রবার দুই দফায় তাকে হুমকী প্রদর্শন করা হয়। তার উপর হামলার ঘটনায় একই এলাকার মিরাজ খান ও রাসেলের ইন্দন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডলকে হামলার ঘটনায় তার ভাই অরবিন্দ মন্ডল বাদী হয়ে সোবাহানের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। বাদী অরবিন্দ মন্ডল বলেন, তাদের পরিবারকে উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র চলছে।
কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুর রহমান অচিন্ত মন্ডলের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সোবাহানকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। এলাকায় অপরাধ তৎপরতারোধে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

পাংশায় দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডলকে কুপিয়ে জখম, গ্রেফতার-১

আপডেট টাইম : ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
মো. মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপিতে একেরপর এক গোলোযোগের ঘটনা ঘটছেই। এবারে অচিন্ত কুমার মন্ডল (৩৫) নামের সংখ্যালঘু পরিবারের এক দন্ত চিকিৎসক নিজ বাড়ীর সামনে হামলার শিকার হয়েছেন। ওই ঘটনায় হামলাকারী সোবাহান খান (৪০) কে গ্রেফতার করেছেন কশবামাজাইল ক্যাম্পের পুলিশ।

আহত অচিন্ত কুমার মন্ডলকে ঘটনার রাত গত শনিবার ৩ এপ্রিল দিবাগত রাতেই পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচিন্ত কুমার মন্ডল সুবর্ণকোলা গ্রামের মৃত অনিল কুমার মন্ডলের ছেলে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর সামনে রাস্তার উপর হামলার শিকার হন তিনি। ঘটনার পরপরই কশবামাজাইল পুলিশ ক্যাম্পের টুআইসি রিপন খানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত সোবাহানকে গ্রেফতার করে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডল জানান, তাদের ১৯ শতাংশ জমি জবরদখলের প্রতিবাদ করায় একই গ্রামের আতর খানের ছেলে সোবাহান খান তাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে শুক্রবার দুই দফায় তাকে হুমকী প্রদর্শন করা হয়। তার উপর হামলার ঘটনায় একই এলাকার মিরাজ খান ও রাসেলের ইন্দন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

দন্ত চিকিৎসক অচিন্ত মন্ডলকে হামলার ঘটনায় তার ভাই অরবিন্দ মন্ডল বাদী হয়ে সোবাহানের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। বাদী অরবিন্দ মন্ডল বলেন, তাদের পরিবারকে উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র চলছে।
কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুর রহমান অচিন্ত মন্ডলের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সোবাহানকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। এলাকায় অপরাধ তৎপরতারোধে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট