ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পদ্মা থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ Logo পদ্মাপাড়ে অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা Logo রূপগঞ্জে ওয়ান ফ্যামিলির প্রতিষ্ঠাতা সেলিম প্রধানের সংবাদ সম্মেলন Logo যশোরের শার্শায় শহীদ জাবিরের পিতার ওপর চাঁদাবাজদের হামলা Logo রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী মেহজাবিন গ্রেফতার Logo যশোরে এনসিপি’র বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি Logo যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলনের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ Logo ফরিদপুরে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম Logo বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শরীফ মিঠুর মরদেহ ৯ মাস পর কবর থেকে উত্তোলন Logo মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন সম্ভবঃ -আওয়ামী লীগ

সংবিধানের বর্তমান কাঠামো মেনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইইউ-এর প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারেই তারা (ইইউ) আমাদের অঙ্গীকার চেয়েছে। আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব। আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয় বেলা ১২টায়। চলে প্রায় দেড় ঘণ্টা। ওবায়দুল কাদেরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গেবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত। অন্যদিকে বৈঠকে অংশ নেয় রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে ইইউ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনব্যবস্থার সংস্কারে তারা আশ্বস্ত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ নিয়ে প্রতিনিধিদল কোনো কথা বলেনি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয় নিয়েও প্রতিনিধিদল কোনো কথা বলেনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান ও বিধিবিধান অনুসারে আগামী নির্বাচন হবে।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন হবে। এখানে পার্লামেন্ট বিলুপ্তির প্রশ্নই ওঠে না। সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নই ওঠে না। বিএনপির সঙ্গে ইইউ-এর বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের সঙ্গে কী কথা হয়েছে, আমরা বললাম। বিএনপির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাব? সেটা তাদের ব্যাপার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মা থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ

error: Content is protected !!

শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন সম্ভবঃ -আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :

সংবিধানের বর্তমান কাঠামো মেনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইইউ-এর প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারেই তারা (ইইউ) আমাদের অঙ্গীকার চেয়েছে। আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব। আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয় বেলা ১২টায়। চলে প্রায় দেড় ঘণ্টা। ওবায়দুল কাদেরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গেবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত। অন্যদিকে বৈঠকে অংশ নেয় রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে ইইউ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনব্যবস্থার সংস্কারে তারা আশ্বস্ত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ নিয়ে প্রতিনিধিদল কোনো কথা বলেনি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয় নিয়েও প্রতিনিধিদল কোনো কথা বলেনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান ও বিধিবিধান অনুসারে আগামী নির্বাচন হবে।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন হবে। এখানে পার্লামেন্ট বিলুপ্তির প্রশ্নই ওঠে না। সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নই ওঠে না। বিএনপির সঙ্গে ইইউ-এর বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের সঙ্গে কী কথা হয়েছে, আমরা বললাম। বিএনপির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাব? সেটা তাদের ব্যাপার।


প্রিন্ট