কুষ্টিয়ার মিরপুর নওপাড়া এলাকায় খালের পানিতে ডুবে জান্নাতি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার জান্নাতি তার মায়ের সঙ্গে নানীর বাড়ি বেড়াতে এসে নির্মম মৃত্যুর শিকার হয়েছে।
জান্নাতি মিরপুর আমলা ইউনিয়নের মিটন গ্রামের রাজন আলীর মেয়ে।
এবিষয়ে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অশিত কুমার জানান, বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় জান্নাতি খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জান্নাতির মরদেহ খালের মধ্যে থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
প্রিন্ট