কুষ্টিয়ার খোকসায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ কমিটির সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার-৪ খোকসা- কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার আলতাফ জজ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল্ হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান সাকিব খান টিপু, খোকসা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলাম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির প্রমুখ।
- আরও পড়ুনঃ ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সুধী ও সাংবাদিকগণ।
প্রিন্ট