ভেড়ামারা উপজেলার দুর্বৃত্তরা শত্রুতা করে কৃষক আব্দুল মান্নান (৪২) তারদেড় বিঘা জমির ভুট্টা গাছকেটে বিনষ্ট করে দিয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল মান্নান জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের মাঠে আমার আবাদকৃত দেড় বিঘা জমির ভুট্টাগাছ ৯জুলাই রবিবার রাতে দুর্বৃত্ত দোদন, রতন ও রিপন রাতের অন্ধকারে ভুট্টা গাছ গুলো কেটে ফেলে রেখে যায়। সকালে মাঠে গিয়ে দেখতে পায়।সকালে ভেড়ামারা থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
তিনি আরো বলেন পূর্ব শত্রুতা ও হিংসামূলক আচরণের জের ধরে সংঘবদ্ধ চক্র বেআইনিভাবে ঢুকে ১.৫ বিঘা জমিতে ভুট্টা লাগানো ভুট্টা গাছ কেটে নষ্ট করে ফেলে । আমি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
প্রিন্ট