বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন হওয়ায় সারা দেশের ন্যায় সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২দিন ব্যাপী এক উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন, কৃষি অফিসার বিধান রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস প্রমুখ।
প্রিন্ট