ফরিদপুররে চরভদ্রাসনে ২০২২-২৩ অর্থ বছরে প্রনোদোনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ বৃদ্ধির লক্ষে তিনশত পঞ্চাশজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে নারিকেলের চারা বিতরন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ ইয়ামিন (উদ্ভিদ ও সংরক্ষন) খামারবাড়ি ফরিদপুর,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা,নারী ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জেল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু।
জানা যায় নারিকেলের আবাদ বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষকের মাঝে ৫ টি করে দেশীয় নারিকেলের চারা বিতরন করা হয়।
প্রিন্ট