গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১০ মে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার সথে জড়িত তিন জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। এর আগের দিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের গনিয়ারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিয়াম, মোরাদ এবং রুহুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা।
গত সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের ওপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার বাবা মারা যান। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু বকর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
প্রিন্ট