ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথার আটঘর ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই -সোহাগ খাঁন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউ‌নিয়ন কে এক‌টি আদর্শ ক্ষুদা ও দা‌রিদ্রমুক্ত, অ‌নিয়ম, দূর্ণী‌তিমুক্ত, অর্থ‌নৈ‌তিক সমৃদ্ধশালী এক‌টি আদর্শ ও রোল মডেল ইউনিয়ন হিসাবে গড়‌ে তুলার প্রত্যায় ব্যক্ত করেছেন।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল হাসান খাঁন সোহাগ। এবং ইউনিয়নের চলমান উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখ‌তে‌ সক‌লের সহ‌যো‌গিতা চেয়েছেন তিনি।
ইউনিয়ন বাসীর প্রতি দাবী রেখে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া কর‌বেন, আসন্ন আটঘর ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে প‌ুনরায় আপনা‌দের দোয়া সমর্থন প্রত্যাশী করছি।
বর্তমান ইউনিয়নের চলমান উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে সকলের সহযোগিতা কামনা করছি। প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারীতায়, শহিদুল হাসান খাঁন সোহাগ জানান,আগামী ইউনিয়ন প‌রিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আটঘর ইউনিয়ন বা‌সির জন্য কাজ ক‌রে চ‌লেছি, ইউনিয়ন বা‌সির দুঃখ-কষ্ট, হা‌সি-কান্নার স‌ঙ্গি হয়ে দলমত নি‌র্বি‌শেষে এ‌গিয়ে চ‌লে‌ছি।
সাধারন মানু‌ষের ভালবাসা ও দোয়া নি‌য়ে সর্বাদাই অগ্রসর হয়েছি। মাঝে মধ্যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে আমাকে। ইউনিয়ন বাসীর উন্নয়নে বাঁধা হয়ে দাড়িয়েছে একটি কুচক্রী মহল। তবু থেমে থাকিনি, জীবন ঝুকি নিয়ে আমার জনগনের পাশে থেকেছি, ভবিষ্যতে যত বাঁধাই আসুক আমার গাঁয়ে এক বিন্দু রক্ত থাকা কালিন আমি সাধারন জনতার পাশে থাকবো ইনশল্লাহ।
তিনি জানান,ক‌রোনা কা‌লিন সম‌য়ে ইউ‌নিয়‌নের প্রায় ২ হাজার প‌রিবার কে খাদ‌্য ও ত্রাণ সাম‌গ্রী সরবরাহ ক‌রেছি। ইউনিয়নের কেউ আমার কাছে সাহায্য সহযোগীতার জন্য আসলে কাউকে খালী হাতে ফেরত দেই নাই। শ‌হিদুল হাসান খান সোহাগ উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের গোয়ালপাড়া গ্রা‌মের সম্ভ্রান্ত মু‌সলিম প‌রিবা‌রে জন্ম গ্রহন ক‌রেন, তি‌নি বি‌শিষ্ঠ সমাজ সেবক লিয়াকত আলী খা‌নের স‌ু‌যোগ‌্য পুত্র।
বর্তমা‌নে উপ‌জেলা আওয়ামী লী‌গের সফল যুগ্ন সাধারণ সম্পাদক ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হোন।
বর্তমান তিনি সফল চেয়ারম‌্যান, সমাজ‌সেবক ও তরুন আওয়ামী লীগ নেতা। আটঘর ইউ‌নিয়‌নের চ‌ার বা‌রের সা‌বেক সফল জন‌প্রিয় চেয়ারম‌্যান ‌গোলাম আলী খান এর নাতি।
শহিদুল হাসান খান সোহাগ ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, মা মা‌টি মানু‌ষের নেত্রী জন‌নেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে এবং বাংলা‌দেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপ‌নেতা সৈয়দা সজেদা চৌধুরী এবং উপ‌নেতা ম‌হোদ‌য়ের রাজ‌নৈ‌তিক প্র‌তি‌নি‌ধি শাহদাব আকবর চৌধুরী (লাবু) উন্নয়নের যে রুপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন করতে পুনরায় আটঘর ইউ‌নিয়ন বাসির সেবা করে যেতে চাই।
এই মর্মে আমি আমার প্রানের সংগঠন আওয়ামীলীগ থে‌কে পুনরায় মনোনয়ন প্রত্যাশী। আপনারা সক‌লেই আমার জন্য দোয়া কর‌বেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

সালথার আটঘর ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই -সোহাগ খাঁন

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউ‌নিয়ন কে এক‌টি আদর্শ ক্ষুদা ও দা‌রিদ্রমুক্ত, অ‌নিয়ম, দূর্ণী‌তিমুক্ত, অর্থ‌নৈ‌তিক সমৃদ্ধশালী এক‌টি আদর্শ ও রোল মডেল ইউনিয়ন হিসাবে গড়‌ে তুলার প্রত্যায় ব্যক্ত করেছেন।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল হাসান খাঁন সোহাগ। এবং ইউনিয়নের চলমান উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখ‌তে‌ সক‌লের সহ‌যো‌গিতা চেয়েছেন তিনি।
ইউনিয়ন বাসীর প্রতি দাবী রেখে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া কর‌বেন, আসন্ন আটঘর ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে প‌ুনরায় আপনা‌দের দোয়া সমর্থন প্রত্যাশী করছি।
বর্তমান ইউনিয়নের চলমান উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে সকলের সহযোগিতা কামনা করছি। প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারীতায়, শহিদুল হাসান খাঁন সোহাগ জানান,আগামী ইউনিয়ন প‌রিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আটঘর ইউনিয়ন বা‌সির জন্য কাজ ক‌রে চ‌লেছি, ইউনিয়ন বা‌সির দুঃখ-কষ্ট, হা‌সি-কান্নার স‌ঙ্গি হয়ে দলমত নি‌র্বি‌শেষে এ‌গিয়ে চ‌লে‌ছি।
সাধারন মানু‌ষের ভালবাসা ও দোয়া নি‌য়ে সর্বাদাই অগ্রসর হয়েছি। মাঝে মধ্যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে আমাকে। ইউনিয়ন বাসীর উন্নয়নে বাঁধা হয়ে দাড়িয়েছে একটি কুচক্রী মহল। তবু থেমে থাকিনি, জীবন ঝুকি নিয়ে আমার জনগনের পাশে থেকেছি, ভবিষ্যতে যত বাঁধাই আসুক আমার গাঁয়ে এক বিন্দু রক্ত থাকা কালিন আমি সাধারন জনতার পাশে থাকবো ইনশল্লাহ।
তিনি জানান,ক‌রোনা কা‌লিন সম‌য়ে ইউ‌নিয়‌নের প্রায় ২ হাজার প‌রিবার কে খাদ‌্য ও ত্রাণ সাম‌গ্রী সরবরাহ ক‌রেছি। ইউনিয়নের কেউ আমার কাছে সাহায্য সহযোগীতার জন্য আসলে কাউকে খালী হাতে ফেরত দেই নাই। শ‌হিদুল হাসান খান সোহাগ উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের গোয়ালপাড়া গ্রা‌মের সম্ভ্রান্ত মু‌সলিম প‌রিবা‌রে জন্ম গ্রহন ক‌রেন, তি‌নি বি‌শিষ্ঠ সমাজ সেবক লিয়াকত আলী খা‌নের স‌ু‌যোগ‌্য পুত্র।
বর্তমা‌নে উপ‌জেলা আওয়ামী লী‌গের সফল যুগ্ন সাধারণ সম্পাদক ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হোন।
বর্তমান তিনি সফল চেয়ারম‌্যান, সমাজ‌সেবক ও তরুন আওয়ামী লীগ নেতা। আটঘর ইউ‌নিয়‌নের চ‌ার বা‌রের সা‌বেক সফল জন‌প্রিয় চেয়ারম‌্যান ‌গোলাম আলী খান এর নাতি।
শহিদুল হাসান খান সোহাগ ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, মা মা‌টি মানু‌ষের নেত্রী জন‌নেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে এবং বাংলা‌দেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপ‌নেতা সৈয়দা সজেদা চৌধুরী এবং উপ‌নেতা ম‌হোদ‌য়ের রাজ‌নৈ‌তিক প্র‌তি‌নি‌ধি শাহদাব আকবর চৌধুরী (লাবু) উন্নয়নের যে রুপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন করতে পুনরায় আটঘর ইউ‌নিয়ন বাসির সেবা করে যেতে চাই।
এই মর্মে আমি আমার প্রানের সংগঠন আওয়ামীলীগ থে‌কে পুনরায় মনোনয়ন প্রত্যাশী। আপনারা সক‌লেই আমার জন্য দোয়া কর‌বেন।

প্রিন্ট