ফরিদপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল পাঁচটায় ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি । মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু কে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বেনজির আহমেদ তাবরীজ কে ফরিদপুর বিভাগীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত করায় ফরিদপুর যুবদলের উদ্যোগে উক্ত আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সভাপতিত্বে ফরিদপুর সদর হাসপাতাল থেকে গোলপুকুর পর্যন্ত এ আনন্দ মিছিল ও সমাবেশে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু,ফরিদপুর বিভাগীয় যুবদলের সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশসহ যুবদলের অন্যান্য নেতাকর্মী।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তরা বর্তমান সরকারের নানা সমালোচনা করেন এবং নতুন কমিটিতে যারা স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন জানান।তারা আরও বলেন নতুন কমিটির নেতৃন্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ প্রদান করবেন তা পালন করা হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ নির্বাচন দিতে।
প্রিন্ট