ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পেয়েছেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এ সংক্রান্ত দলীয় পত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ২০২১ সালের ৩০জানুয়ারী অনুষ্ঠিত পাংশা পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ফজলুল হক ফরহাদ। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ফজলুল হক ফরহাদ ক্ষমা চেয়ে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করে।
বৃহস্পতিবার প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফজলুল হক ফরহাদ তার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ফজলুল হক ফরহাদ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিন্ট