ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল সাড়ে দশটায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান,
সিভিল সার্জন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , পৌর মেয়র অমিতাভ বোস, সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতির ভাষণে জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারী অর্থের যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন-সরকারী বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও ফরিদপুরকে একটি অনুকরণীয় জেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন ।
প্রিন্ট