ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। একমাত্র শেখ হাসিনার সরকারই পারে জনগণকে উন্নত ও আধুনিক বাংলাদেশ উপহার দিতে।
তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে এই সরকারকেই ক্ষমতায় রাখতে হবে। তিনি গতকাল (রবিবার) সন্ধায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ এখলাছ আলী ফকির, মানবিক সংগঠনের উপদেষ্টা তালুকদার মামুন, এ এইচ এম ইসহাক মিয়া প্রমুখ।
|
প্রিন্ট