সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তি সমাবেশ পালন করেছেন। শনিবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম শেখ, ২ নং ওয়ার্ড আাওয়ামী লীগের সভাপতি বিকাশ চন্দ্র কুন্ডু, সাধারন সম্পাদক মো. শাহজাহান মোল্যা, ১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারন সম্পাদক মো. মোতালেব মোল্যা, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নারু দাস প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই দিনে সকালে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল ওহাব তারা মোল্যার সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাক মো.আমির হোসেন, আওয়ামী লীগ নেতা আলি আকবর প্রমুখ।
প্রিন্ট