জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে। সেদিন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ওই উৎসব পালিত হবে । এতে ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মিলনমেলা ঘটবে।
কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া বহুদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাতে একটি আবেগময় স্মৃতি অধ্যায় সূচনা ঘটাতে প্রহর গুনছে । সকালে অনুষ্ঠানটির সূচনালগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন বলে সংস্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে সদয় সম্মতি দিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডি: ডিআইজি মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহ উচ্চপর্যায়ের প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে মঞ্চ মাতাবেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ক্লোজআপন ওয়ান তারকা টুটুল খান, তমা, কনা, লায়লা সহ সাড়া জাগানো শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানটি কে সার্থক করে তুলতে সকলের সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে- রইচ উদ্দিন, বিপ্লব সর্দার, মামুন অর রশিদ সরকার প্রমুখ।
প্রিন্ট