ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় স্পিড বোট দুর্ঘটনার পাঁচদিন পার হওয়ার পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে নিখোঁজ শহিদুল(৩৮)এর লাশ উদ্ধার শেষে অভিযান সমাপ্ত ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। শহিদুলের মরদেহটি দুর্ঘটনাস্থল হতে অনেক দুরে শিবচর উপজেলার নিকটবর্তী আড়িয়ালখাঁ নদীর মোহনা থেকে উদ্ধার করা হয়। স্পিড বোট দুর্ঘটনায় এ পর্যন্ত ৬টি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা। ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র তত্বাবধানে এ উদ্ধার অভিযানে গত তিদিন ধরে ঢাকা, ফরিদপুর ও চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যাক্তিদের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার ও সনাক্ত শেষে নিজ নিজ স্বজনদে নিকট লাশ হস্তান্তর করেন ইউএনও।
এদিকে বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্ষন করে ক্ষতিগ্রস্থ পরিবারে সার্বিক সাহায্য সহযোগীতার নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন “ দুর্ঘটনাস্থলটি ঢাকার দোহারের ভেতর হলেও তারা কোন পদক্ষেপ না নেওয়ায় এখন লাশ গুলো চরভদ্রান উপজেলার পদ্মা নদীর সিমানা হতে উদ্ধার করা হচ্ছে। স্পিড বোট দুর্ঘটনায় নিখোঁজ মরদেহ উদ্ধারে ইউএনও, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান, সদ ইউপি চেয়ারম্যান ও নিহতের স্বজনেরা ডুবুরি দলের সাথে সারাদিন পরিশ্রম করেছেন।
সংশ্লিষ্ট সকল ইউএনও কে নির্দেশ দেওয়া হয়েছে নিহতের পরিবারের পাশো দারানোর জন্য। প্রাথমিক ভাবে মরদেহ দাফন কাফনের জন্য স্বজনদের হাতে ৫ হাজার করে নগদ অর্থ তুলে দেওয়া হয়ে। ক্ষতিগ্রস্থ পরিবারে যদি কোন উপার্যনক্ষম ব্যাক্তি থাকে তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোন মানুষ অসহায় থাকবেনা। জেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছে।
এ সময় তার সঙ্গে ছিলেন (ডিডিএলজি) মোঃ আসলাম মোল্যা,উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার, চর ঝাউকান্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান।
এ পর্যন্ত নিখোঁজ যে সকল ব্যাক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলো ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকার শুকুমার হালদার (৬৫) তিনি ঐ এলাকার শিরিশ হালদারের পুত্র, চরভদ্রাসন গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার(২২), ফরিদপুর সদরের হাট গোবিন্দপুর গ্রামের মোঃ কাইয়ুম আলী মৃধার ছেলে মোঃ দাউদ মৃধা(৩৮), সদরপুর উপজেলার সমশের মাতুব্বরের ডাঙ্গীর বাসিন্দা ছুরমান শেখের ছেলে খোকান শেখ(৪০), ফরিদপুর মুন্সির বাজার এলাকার জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী (৩৩) ও সর্বশেষ তথ্যনুসারে আজ বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের ফাজেল খার ডাঙ্গী গ্রামের শেখ চান মিয়ার ছেলে শহিদুল ইসলাম(৩৮)এর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
উল্লেখ্য গত রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে ঢাকার দোহার ও চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বর্ডার এলাকার পদ্মা নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে দুটি বাহনই উল্টে যায়। এতে ঘটাস্থলেই একজন নিহত হওয়ার পাশাপশি কয়েকজন আহত ও বেশ কয়েকজন নিখোঁজ ছিল।
লাশ উদ্ধার ও অভিযান সমাপ্তের বিষয়ে ইউএনও তানজিলা কবির ত্রপা বলেন দুর্ঘটনায় নিখোঁজ ব্যাক্তিদের স্বজনদের দেওয়া তথ্য মতে গত তিন দিনে মোট ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে আর কোন ব্যাক্তি নিখোঁজ থাকার তথ্য না থাকায় আজ দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে পদ্মায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করা হয়েছে। নতুন করে কোন ব্যাক্তি নিখোঁজ থাকার অভিযোগ পেলে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।
প্রিন্ট