পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাড়োরা বনদূর্গা তলায় বনদূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ পুজা অনুষ্ঠিত হয়।
পুজার আনুষ্ঠানিকতার মধ্যে ছিলো ঘটে প্রতিমা স্থাপন ও পূজার্চনা ।
এ সময় পুজা উপলক্ষে শত শত ভক্ত পূনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুজাঙ্গন। শেষে ভক্ত পূর্নাথীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। পুজোর পুরোহিত্য করেন সুকুমার বাগর্চী কেরু।
এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি জয়দেব কুন্ডু, চাটমোহর মহিলা কলেজের সহকারী অধ্যাপক অনুপ কুমার কুন্ডু, সাংবাদিক বিপ্লব আচার্য প্রমূখ।
প্রিন্ট