কুষ্টিয়ার খোকসায় ২দিন দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৭তম অলিম্পিয়াড-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা চত্বরে ২দিন দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা প্রোগ্রামার বুলবুলি খাতুন, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
২দিন দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭তম অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াডে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সুধী,
সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াডে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টা স্টোল আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তুলে ধরে প্রদর্শনী করা হয় ।
প্রিন্ট