মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল বাজারের তামিম এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ আঃ শুকুর মুদি ব্যবসায়ীর দোকান ঘর জোর করে দখল করার চেষ্টা করছে আজমপুর গ্রামের সোহাগ গ্যাংয়ের।
বুধবার ২৩ নভেম্বর দুপুর ২ টার সময় জগদল বাজার মসজিদের পাশে অবস্থিত তামিম এন্টারপ্রাইজ এর প্রোঃ আঃ শুকুর এর মুদির দোকান পরিদর্শন করা হয়। জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের আঃ শুকুর (৫৫), পিং- ইসরাইল জানান, আমি দীর্ঘ ১৪ বছর ধরে ডিসিআর ৯৯ বছরের এর মাধ্যমে জমির দখল নিয়ে ব্যবসা বাণিজ্য করে আসছি।
কিন্তু হঠাৎ করে পাশ্ববর্তী আজমপুর গ্রামের সোহাগ (৪০), পিং- মৃত মোশাররফ মোল্লা, জোরপূর্বক আমার দোকান ঘরের দখল নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এদের শক্তি হলো সোহাগ গ্যাং নামে এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে সাধারণ মানুষকে ও আমার মতো সাধারণ ব্যবসায়ীদের জীবননাশের হুমকি এবং জমিসহ দোকান-ব্যবসা প্রতিষ্ঠানের দখল নেওয়ার পায়থারা করার উদ্দেশ্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজে লিপ্ত থাকে।
শরিফুল ইসলাম ও এলাকাবাসীর সচেতনমূলক একাধিক ব্যক্তি বলেন, শুকুর ভাই ২০-২৫ বছর ধরে ব্যবসা করছে আর প্রায় ১৪ বছর ধরে জগদল বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছে। এলাকাবাসীর লোকজন আরও বলেন, সাম্প্রতিক সময়ে শুকুর আলীর মুদির দোকান জোর করে দখল করা ও জীবননাশের হুমকি প্রদান করছে আজমপুর গ্রামের সোহাগ নামের এক লোক। তামিম এন্টারপ্রাইজ এর প্রোঃ আঃ শুকুর মোল্লা বলেন, ছোট ভাই ছখিরুদ্দীন নামে বহি নং এম- ৩৭৭৭ ১৩৩/২১-২২ জগদল হাটের ১৫৫ নং রুপাটি মৌজার একসনা বন্দোবসত খং নং ০১, দাগ নং- ৬৭৭ জমি ১৭.৪২ বগমিটার জায়গায় এই মুদির দোকান ডিসিআর ৯৯ বছরের জন্য নিয়ে চুক্তি করা।
ঘটনার এই বিষয় নিয়ে মাগুরা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমি মাগুরা জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর মাধ্যমে দোকান দখলকারীর আইনানুগ ভাবে সহযোগিতা ও আইনের আওতায় বিচার দাবি করছি।
প্রিন্ট