পাবনার চাটমোহরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর পশ্চিমপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী আনিসুর রহমানের (৪০) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেওয়া তথ্যমতে তারা ঘরের বারান্দার সিঁড়ির পাশে উঠানে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর রহমান ওই গ্রামের অটোভ্যান চালক কোমল প্রাং ওরফে ইসমাইলের ছেলে। গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী আনিসের ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট ও একটি সিমও জব্দ করা হয়।
|
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে থানার এসআই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনিসকে গ্রেফতার করেন এবং ফেনসিডিল উদ্ধার করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান,এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আনিসকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট