পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে অকার্যকর এবং পকেট কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিন বিকাল ৪টার দিকে নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা।
সুজানগর উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আসলাম উদ্দিন মন্ডল, আবুল কালাম মিয়া, আব্দুল ওহাব শিকদার, আমজাদ হোসেন মেম্বার, রঞ্জু মিয়া, যুবদল নেতা নজরুল শিকদার, জাহিদ মিয়া ও সিরাজ খান প্রমুখ।
প্রিন্ট