ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে এই উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সেটি কোতোয়ালি থানায় পৌঁছলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং কমিটি ফরিদপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডাক্তার এম এ জলিল, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর, সাংবাদিক পান্না বালা, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই সুজন বিশ্বাস।সভায় অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন ফরিদপুরের পুলিশ ও জনগণ যৌথভাবে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
এছাড়া ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান হয়। এছাড়া মাদক ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও জানানো হয়।
প্রিন্ট