বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবির উদ্যোগে হত দরিদ্রদের গর্ভকালীন নিরাপদ প্রতিরোধ ও প্রসব সহযোগিতা প্রকল্প এর উদ্যোগে অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বেলা ১১ টায় এফ পিএবি নিজস্ব কার্যালয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এএসএম আলী আহসান, এ বিশেষ অতিথির সময় বক্তব্য রাখেন এফপিএবির জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহান, কো-অর্ডিনেটর প্রোগ্রাম মোঃ হাফিজুর রহমান, কো-অর্ডিনেটের প্রোগ্রাম সীমা আক্তার।
অনুষ্ঠানে মোট ২৪ জনকে আর্থিক সাহায্য প্রদান হিসেবে জন প্রতি পনেরশত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার রেসপন্ড প্রকল্পের আওতায় ইউ এস এইড এর আর্থিক সহায়তায় নির্যাতিত গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা এবং নিরাপদে প্রসবের প্রয়োজনে চারজন গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা এফ পি এবি এর বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরেন এবং কম খরচে এই সেবা নেওয়ার জন্য এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।
প্রিন্ট