ফরিদপুরের সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ইং পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা বিধানরায়, উদ্যেক্তা, মোঃ রমজান আলী, সাব্বির হাসান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব প্রমাণক হিসাবে তাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন থাকতে হবে।
একজন নাগরিককে বিষয়টি বাধ্যতা মূলক করা হয়েছে । জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
|
নিজেদের প্রয়োজনের তাগিদে নিজ উদ্যোগে সকলকে এ কাজটি করতে হবে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্ত গণ জাতীয় সেবা হিসাবে এ কাজটি নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে করে দিবেন। অতিরিক্ত অর্থ গ্রহণ করবেন না। লক্ষ্য রাখতে হবে, কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয়।
প্রিন্ট