রাজবাড়ী জেলার পাংশায় রবিবার ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালী, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের পর র্যালী অনুষ্ঠিত হয়। এরপর পাংশা উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী আলোচনা সভা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সফল ৩জন মৎস্যচাষীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) খোন্দকার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মৎস্যচাষীদের মধ্যে হাবাসপুর ইউপির চরঝিকড়ী গ্রামের মো. সোহরাব হোসেন ও বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামের মো. আশরাফুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু।
অনুষ্ঠানে পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ মৎস্যচাষী ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নগরকান্দায় সৌদি খেজুরের বাগান করে সফল জামাল
অনুষ্ঠানে সফল মৎস্যচাষী পাংশার সত্যজিৎপুর গ্রামের মো. আব্দুল মালেক, মৌরাটের বেনু মাধব বিশ্বাস ও সরিষার মো. মুন্নাফ মুন্সীকে ক্রেস্ট উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
(ক্যাপশন ঃ পাংশায় রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়)
প্রিন্ট