রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামে গত শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় আছাদুল সরদার (৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আছাদুল সরদার বয়রাট গ্রামের কাশেম সরদারের ছেলে।
বয়রাট বাজার থেকে চাচাতো ভাই বাদশা সরদারের মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে ওহাব সরদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর প্রতিপক্ষের লোকজন পথরোধ করে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে জখম করে।
হামলাকারীদের কবল থেকে আছাদুল সরদারকে রক্ষা করতে গেলে তারা গরু ব্যবসায়ী বাদশা সরদারকে মারধর করে দুইলাখ তিপ্পান্ন হাজার টাকাসহ তার ব্যবহৃত লাল রঙের একশ সিসির ১টি হিরো মোটরসাইকেল এবং আকুলের অটোভ্যান ছিনিয়ে নেয়। রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত আছাদুল সরদারকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।
জায়গা-জমি ও পূর্ব দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে, বে-আইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে পথরোধ পূর্বক মারপিট করে সাধারণ ও গুরুতর জখম করতঃ চুরি, খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন ও হুকুম দেওয়ার অপরাধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আছাদুল সরদারের স্ত্রী সাহিনা খাতুন বাদী হয়ে একই গ্রামের ইউসুফ আলী মন্ডলসহ ১৩জনকে এজাহার নামীয় আসামী করে পাংশা মডেল থানায় এ মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০।
মামলাটি এসআই মাহাবুর রহমান তদন্ত করছেন। এ ব্যাপারে শনিবার ১৩ নভেম্বর দুপুরে যোগাযোগ করা হলে এসআই মাহাবুর রহমান জানান, মামলার আসামীদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।
প্রিন্ট