রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় পাংশা পৌরসভার পালপাড়ায় দু’টি কার্ত্যায়ণী পূজামন্ডপ পরিদর্শন করেছেন। আওয়ামী লীগ নেতা দীপক কুমার কুন্ডু সত্যজিতপুর সার্বজনীন কার্ত্যায়ণী পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামন্ডপে অষ্টমীর সন্ধ্যা প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন।
এ সময় মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার প্রামানিক, সহসভাপতি তুষার কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক রাম প্রসাদ পাল, তমাল চক্রবর্তী ও সুশীল বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সত্যজিৎপুর পালপাড়া সার্বজনীন আদি কার্ত্যায়ণী পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দিরের সভাপতি সনজিৎ পাল ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডু সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করে বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর শুভেচ্ছা পৌঁছে দিতে তাদের পক্ষে পূজামন্ডপ পরিদর্শন করছি। অতীতের ন্যায় সবার সুখ-দুঃখের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রিন্ট