ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা গ্রাম থেকে অবৈধ ভাবে প্রবেশের সময় চার বাংলাদেশী যুবতী নারীকে আটক করেছে বিজিবি। বিনা পাসপোর্টে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার মোঃ জামাল হোসেনের স্ত্রী রিপা বেগম (২৫), একই জেলার বাঘারপাড়া উপজেলার মোঃ কুদ্দুস আলী সিকদারের মেয়ে মোছাঃ সপ্না খাতুন ও মোছাঃ খাদিজা বেগম (২৩) এবং খুলনা জেলার সদর উপজেলার মোঃ আবু আল সিদ্দিক হাওলাদারের মেয়ে সাথী আক্তার (২৮)।
মঙ্গলবার মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিকে বিজিবির অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মহেশপুর ৫৮ বিজিবি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কুলিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী মোঃ রাব্বি আল আমিন (২০) কে আটক করে।
তিনি রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে, দুই বোতল ভারথীয় মদ। এব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
প্রিন্ট