মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস গত বৃহস্পতিবার ১৪ অক্টোবর পাংশা শহরস্থ স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন। তিনি স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল চার দিকে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও তার সহধর্মিনী মিতু দাসকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পাংশা পৌরসভার নারায়নপুর এলাকার স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত। রেজিঃ নং মবিঅ/রেজিঃ/১৯২/২০১৮। প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে হস্তশিল্প প্রশিক্ষণ, গৃহপালিত গবাদি পশু পাখি পালনে প্রশিক্ষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। একইদিন দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কিশোরী ক্লাব পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
প্রিন্ট