রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা মঙ্গলবার ১২ অক্টোবর পাংশার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি পাংশা শহরের ভাই ভাই সংঘ পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ব্যতিক্রমভাবে পাংশা সার্কেলের পক্ষ থেকে পূজামন্ডপে পূজার উপকরণ সামগ্রী সম্বলিত শুভেচ্ছা উপহার প্রদান করেন সিনিয়র এএসপি সুমন কুমার সাহা। একই সাথে মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি।
এতে শ্রদ্ধা ভালোবাসায় অভিভূত হয়ে পড়েন ভাই ভাই সংঘ পূজা মন্ডপে উপস্থিত নেতৃবৃন্দ। এরআগে ভাই ভাই সংঘ পূজা মন্দিরের নেতৃবৃন্দ সিনিয়র এএসপি সুমন কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জানা যায়, ভাই ভাই সংঘ মন্দিরের সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, প্রান্তোষ কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস।
প্রিন্ট