পাবনার চাটমোহরে ৩১ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিস ইয়াবাসহ রাকিব হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। রাকিব উপজেলার পৌর সদরের পাঠানপাড়া-মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানপাড়া রাকিবের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার বাড়ি তল্লাশি করে ৩১বোতল ফেনসিডিল ও ৪৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জরিত ছিলো বলে জানা গেছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়াবা ও ফেন্সিডিল সহ তকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে।
প্রিন্ট