নিরক্ষরতা মুক্ত আন্দোলন উদ্ভাসিত ঝিনাইদহের সংগঠক, শিক্ষক ও সাংবাদিক আখিঁফুল ইসলাম ফজের এর দশম মৃত্যু বার্ষিকী রবিবার পালিত হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়।
তরুন সমাজকর্মী ফজের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে। আঁখিফুল হক ফজের ২০১১ সালের ৫ সেপ্টেম্বর যশোর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ধর্মপরায়ন ও সদালাপী ফজের বিপদে সর্বক্ষন মানুষের পাশে দাড়াতেন।
তিনি হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করার কিছু দিন পরই অকালে ঝরে পড়েন। ২০০২ সালে ঝিনাইদহে স্বাক্ষরতা আন্দোলন কর্মসুচি শুরু হলে তিনি “উদ্ভাসিত ঝিনাইদহ” নামে একটি বই লিখেছিলেন যা ঝিনাইদহে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মরহুমের বড় ভাই আব্দুল হক, মেজো ভাই আজিজ মাষ্টার ও ভাতিজা জাহিদুল হক বাবু উনার রুহের মাগফেরাত এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রিন্ট