রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। এদিন শতভাগ শিক্ষার্থী অংশ নেন পরীক্ষায়।
বিভাগটির সভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৮-১৯ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া শুরু করেছি। পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে এবং এই সেশনের পরীক্ষা শেষে ১৯-২০ সেশনের পরীক্ষা অনুরূপভাবে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব স্ব বিভাগের একাডেমি কমিটিকে সময়সূচি গ্রহণ করার নির্দেশ দেয়া হয়।
প্রিন্ট