কুষ্টিয়ার খোকসায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন ।
সাংবাদিক সম্মেলনে লিখিত প্রতিবেদন পাঠ করেন সম্মেলনে সভাপতিত্ব উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান।
সাংবাদিক সম্মেলনের সভাপতি লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, সাপ্তাহবাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ আগষ্ট রবিবার বেলা ১১ টার সময় উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। এছাড়াও ৭ দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী। প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মতবিনিময় সভা ও মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য চাষীদের উত্তম মৎস্যচাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য অফিসার রাশেদ হাসান বলেন, খোকসা উপজেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৬ জন নিবন্ধিত মৎস্য চাষী রয়েছে। উপজেলায় ২ হাজার ৩৮৮ টি পুকুর ও উপজেলায় ২৮৩ হেক্টর জমির জলাধারায় মাছ চাষ হয়ে থাকে। তিনি আরো বলেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ জন বাছাইকৃত মৎস্য চাষীদের মাঝে চুন, খোল সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে উপজেলা মৎস্য অফিসার বলেন উপজেলায় এ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ৩ হাজার ৩৬৭ মেট্রিক টন, অপরদিকে আমাদের উপজেলায় মাছের চাহিদা ছিল ২ হাজার ৮২৬ মেট্রিক টন। উক্ত সাংবাদিক সম্মেলনে খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রিন্ট