আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) মাত্র তিনশ” মিটার একটি মাটির কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা জানান, গ্রামের সিংহভাগ মানুষ বিএনপি মতাদর্শী হওয়ায় এই রাস্তার উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের ১৭ বছরে এই রাস্তার উন্নয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে একাধিকবার প্রকল্প দেয়া হলেও তা কেটে নিয়ে অন্য এলাকার রাস্তার কাজ করা হয়েছে। ফলে
দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এই রাস্তাটি এখানো কাঁচাই রয়েছে।এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চকপ্রভুরামপুর গ্রামের মধ্য দিয়ে ফসলি মাঠে যাবার এটি একমাত্র রাস্তা। ধানুরা, চকপ্রভুরামপুরসহ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে ফসলি মাঠে যাতায়াত করেন।কিন্তু দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্ষা মৌসুমে রাস্তার বেহালদশা। এ যেনো এক স্থায়ী দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান কাদায় পরিণত হয়। চলাচল তো দূরের কথা, অনেক সময় পথচারীরা এই কাদার মধ্যে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।কয়েক গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই ভোগান্তি পোহাতে বাধ্য হচ্ছেন। কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, নারী ও শিশু—সবাইকে এই রাস্তা ব্যবহার করতে হয় নিত্যদিন। বর্ষা মৌসুমে একমাত্র মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চালানো প্রায় অসম্ভব।
স্থানীয় বাসিন্দা এরশাদ আলী বলেন, “সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আমরা এখানো কাদার সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় রাস্তায় চলতে গিয়ে মা ও বোনেরা পড়ে গিয়ে আঘাত পান। কৃষিপণ্য নিয়ে বের হলে মাঝপথেই সব নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নয়নের, কিন্তু নির্বাচনের পরে কেউ আর খবর রাখেন না।
আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে রেখে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে একটি রাস্তার অভাবে। ফসলের মাঠ থেকে ফসল উঠাতে তাদের দুর্ভোগের অন্ত থাকে না, অনেক সময় রাস্তার কারনে শ্রমিকেরা কাজ করতে চাই না। এবিষয়ে কামারগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন,রাস্তাটি দ্রুত পাকা হওয়া প্রয়োজন।তিনি বলেন,মাত্র তিনশ” ফিট রাস্তার কারণে কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রিন্ট