মোঃ আনিসুর রহমান:
নাটোরের বাগাতিপাড়ায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন—উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম তপু, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়ার আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল বাকী মিঠু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বাগাতিপাড়ায় জামায়াতের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা জুলাই স্মৃতি ধারণ করে, সেখান থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদবিরোধী নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রিন্ট