মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে সুবিদা বাদীদের নিয়ে একতরফা কমিটি গঠনের প্রতিবাদে মানব বন্ধন করেছে উপজেলা তৃণমূল বিএনপি।
মঙ্গলবার ( ৮ জুলাই) বেলা ১১ টায় সদরপুর থানার সামনের প্রধান সড়কে বৃস্টি উপেক্ষা করে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবুল। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা রাসেদ, আকবর খাঁ, মোহাম্মাদ চোকদার সহ বিভিন্ন নেতা কর্মি।
বক্তারা সদরপুর উপজেলা বিএনপির কমিটিতে বিতর্কিত লোকদেরকে নিয়ে একতরফা কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানান, এবং বিতর্কিত এই কমিটি বাতিলের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে সেইসব ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এই একতরফা কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই তৃনমুল পর্যায়ের সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হোক।
প্রিন্ট