ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চরভদ্রাসনে শিক্ষক সংকটে ভবিষ্যৎ ঝুঁকিতে ৩০০ শিক্ষার্থী

আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রোকানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। মোট ১১টি শিক্ষকের পদ থাকলেও বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। এতে করে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে। অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সবিতা সরকার জানান, তিনি সহ মোট তিনজন শিক্ষক দিয়ে প্রতিদিন একাধিক ক্লাস পরিচালনা করতে হচ্ছে। একজন শিক্ষককে প্রতিদিন তিনটি করে ক্লাস নিতে হচ্ছে, এমনকি ক্লাসে হাজিরা নেওয়ার মতো লোকবলেরও অভাব রয়েছে। তিনি বলেন, “আমি দু’মাস পর অবসরে যাচ্ছি। এরপর অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে। এখনই ক্লাস নেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেন, তাহলে এই বিদ্যালয়টি অচল হয়ে যাবে। বিশেষ করে একজন নারী শিক্ষকের এখনই প্রয়োজন।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধান শিক্ষক অবসরে গেছেন, বদলির কারণে তিনজন শিক্ষক বিদায় নিয়েছেন এবং আরও একজন রয়েছেন বিএড প্রশিক্ষণে। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। শিক্ষক সংকটে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হারও দিন দিন কমে যাচ্ছে।

স্থানীয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান শিমুল জানান, শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান হচ্ছে না। এতে অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, “জেলা শিক্ষা অফিসের সঙ্গে কথা বলে দ্রুত কিছু শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে। চরভদ্রাসনে শিক্ষাব্যবস্থা উন্নয়নে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”

জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল বলেন, “আমি বিশ্বাস করি, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে। শিক্ষক নিয়োগের মাধ্যমে শূন্যতা পূরণ হলে এই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত হবে।”

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং বিদ্যালয়টিকে অচল অবস্থা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

চরভদ্রাসনে শিক্ষক সংকটে ভবিষ্যৎ ঝুঁকিতে ৩০০ শিক্ষার্থী

আপডেট টাইম : ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :

আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রোকানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। মোট ১১টি শিক্ষকের পদ থাকলেও বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। এতে করে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে। অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সবিতা সরকার জানান, তিনি সহ মোট তিনজন শিক্ষক দিয়ে প্রতিদিন একাধিক ক্লাস পরিচালনা করতে হচ্ছে। একজন শিক্ষককে প্রতিদিন তিনটি করে ক্লাস নিতে হচ্ছে, এমনকি ক্লাসে হাজিরা নেওয়ার মতো লোকবলেরও অভাব রয়েছে। তিনি বলেন, “আমি দু’মাস পর অবসরে যাচ্ছি। এরপর অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে। এখনই ক্লাস নেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেন, তাহলে এই বিদ্যালয়টি অচল হয়ে যাবে। বিশেষ করে একজন নারী শিক্ষকের এখনই প্রয়োজন।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধান শিক্ষক অবসরে গেছেন, বদলির কারণে তিনজন শিক্ষক বিদায় নিয়েছেন এবং আরও একজন রয়েছেন বিএড প্রশিক্ষণে। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। শিক্ষক সংকটে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হারও দিন দিন কমে যাচ্ছে।

স্থানীয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান শিমুল জানান, শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান হচ্ছে না। এতে অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, “জেলা শিক্ষা অফিসের সঙ্গে কথা বলে দ্রুত কিছু শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে। চরভদ্রাসনে শিক্ষাব্যবস্থা উন্নয়নে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”

জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল বলেন, “আমি বিশ্বাস করি, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে। শিক্ষক নিয়োগের মাধ্যমে শূন্যতা পূরণ হলে এই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত হবে।”

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং বিদ্যালয়টিকে অচল অবস্থা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

 


প্রিন্ট