ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের মনিটরিং সিনিয়র অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।
সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, ভেড়ামারা উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রিন্ট