ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২৯ মে) বেলা ১২টা থেকে প্রায় ৩ হাজার ফিট জমির ওপর শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনুস আলীর নেতৃত্বে এই অভিযানে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, নিরাপত্তাকর্মী ও রেলওয়ে জিআরপি পুলিশ অংশ নেয়।
রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর মধ্যে পাকা, আধাপাকা, টিনসেড ঘর এবং দোকানপাটসহ সব ধরনের অস্থায়ী স্থাপনা ভেক্যু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
নোটিশ ও প্রচারণার পরও এসব অবৈধ স্থাপনা যথাসময়ে সরিয়ে না নেওয়ায় পর্যায়ক্রমে অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, রেলওয়ে জিআরপি পুলিশ এবং আনসার সদস্যরা।
প্রিন্ট