ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হতদরিদ্র ৩২ জন জেলেদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরের মৎস্য অফিসের সামনে ৩২ জন হতদরিদ্র জেলেদের হাতে বকনা গরুর বাছুর গরু তুলে দেন ।
.
সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্নিজ ফাতেমা সহ সরকারি কর্মকর্তা ও হতদরিদ্র জেলেরা উপস্থিত ছিলেন। গরুর বাছুর পেয়ে খুশি উপজেলা নদীপাড়ের হতদরিদ্র এসব মৎস্যচাষিরা।
.
ভেড়ামারা উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন বলেন- ইলিশ মাছ প্রজননের সময় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই সময় হতদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের এ উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলার হতদরিদ্র ৩২ জন জেলেদের সনাক্ত করে তাদের প্রতিজনকে একটি করে মোট ৩২ টি বকনা গরুর বাছুর দেয়া হয়।
প্রিন্ট