ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.
আজ সোমবার (২৬ মে) বেলা ৩টার দিকে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.
বৃদ্ধের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা। ১৩ মে রেজাউল আহসান লিচু পাড়তে গিয়ে আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রিন্ট