ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি অত্যাধুনিক রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি হাত কুড়াল ও বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।
.
আজ মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার বামনপাড়ায় ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেলের বাসার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
.
স্থানীয়রা জানান, খড়কুটোর নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা এটিকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
.
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন রাজনৈতিক ভাবে সক্রিয়। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের একটি অংশ প্রতিহিংসার বশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিপক্ষরা রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে এসে পরে ষড়যন্ত্র চালিয়ে প্রশাসনের লোক এনে ধরায়ে দেয়।
.
তিনি আরও অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুরুজ এবং কৃষি বিষয়ক সম্পাদক বাবলু এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
.
অন্যদিকে অভিযুক্ত মোজাম্মেল হক সুরুজ নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে, এতে আমাদের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। জানবার চেয়ারম্যান মিথ্যা প্রচার চালাচ্ছেন।
.
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বিত অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট