শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ
পাবনার চাটমোহরে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়ে পৌর সদর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি- প্রাণি সম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার শোয়েব রহমান, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, খামারি সুলতানা পারভীন, রিনা পারভিন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদশর্নী সংক্রান্ত ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১ লা ডিসেম্বর সপ্তাহের সমাপনী হবে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা 





















