নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা বার শাখার প্রথম সম্মেলন আজ ২৬ নভেম্বর ২০২৫ বিকেলে ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাড. এস এস কায়সার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী দেবাহুতি চক্রবর্তী। ফরিদপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাড. মানিক কুমার মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাড. এম এ তাহের।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাড. আলী আযম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর জেলা বার শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা বার শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাড. হুমাউন কবীর, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. রিয়াজুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সাইদুর রহমান সাগর ও অ্যাড. শাহেদ আলী জিন্নাহ।
দেবাহুতি চক্রবর্ত্তী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, রাষ্ট্র্রকে জানতে হবে, সমাজকে জানতে হবে এবং সরকারকে সবসময় প্রশ্ন করতে হবে। প্রধান অতিথি এম এ তাহের বলেন, দেশে মামলার জট কমাতে স্বল্প সময়ে কম খরচে বিচার প্রার্থীদের মামলা নিষ্পত্তি করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তিনি আরো বলেন আইনজীবীদের সুরক্ষায় বার কাউন্সিলের আইনজীবীদের বেনাভলেন্ট ফান্ডে সরকারকে জাতীয় বাজেটে ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ দিতে হবে। প্রধান বক্তা হাসান তারিক চৌধুরী সোহেল বলেন, রাষ্ট্র পরিচালনায় আইনজীবীরা হবে নিয়ামক শক্তি ।
সম্মেলনে অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলীকে সভাপতি ও অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা বার শাখা গঠন করা হয়।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
নিজস্ব প্রতিনিধি 





















